Thursday, January 19, 2012

২১ দিন টানা ঘরের কোনে পরে থাকার পর।

আজ ২১ দিন টানা ঘরের কোনে পরে আছি। কেন আছি তা জানি না।
গত মাস, মানে ডিসেম্বর মাসের ২৮ তারিখ শেষ ঘর থেকে বাহিরে বের হয়েছিলাম। এরপর আজ অবধি ঘরের চৌকাঠ ডিঙ্গিয়ে বাহিরে যেতে পারলাম না। বাহিরের কথা আর কি বলব...ঘরের গণ্ডি পেরিয়ে বারান্দাতে ই যেতে পারলাম না। কেন যে পারলাম না তাও জানি না। এরই মধ্যে নাকি একটা বছর চলে গেছে। What a joke..!!! সবাই নাকি নতুন বছর ১ তারিখে বরণ করে নিয়েছে। এখন নাকি ২০১২ !! প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আজও আমার মনে হয় আজই বুঝি ২০১০ সালের ১ জানুয়ারী। তোর চোখে স্বপ্ন রেখে আমার বেঁচে থাকার গান। সব কিছু বদলে গেছে, শুধু বদলাতে পারলাম না এই আমি। কবে না জানি সকালে ঘুম থেকে ওঠে দেখি এখন ২০৫০ , আর আমি পরে আছি সেই চিরচেনা জীবনের সবচে কলঙ্কময় অধ্যায় ২০১০ সালে। কিন্ত না, আর না,এইবার আমি বের হব সমস্ত পিছু টান ছেঁড়ে। ঘরের গণ্ডি পেরিয়ে অজানার উদ্দেশে।

1 comment:

Sam said...

অছথির।

Related Posts Plugin for WordPress, Blogger...