Sunday, August 21, 2011

আলস সময়।

গতকাল ইউনিভার্সিটিতে এই সেমিস্টার এর পরীক্ষা শেষ হল। এখন কুন কাজ নাই। সারা দিন বাসায় বইসা ঝিমাই। রানিখেত মুরগির মত। ঠিক করলাম বাসায় এই কদিন ইংলিশ আর তামিল মুভি দেখব। ফুল অফ এন্টারটাইনমেণ্ট।
:P

Monday, August 15, 2011

আমারে ও লইয়া যা।

AUST এর এক বড়ভাই এর নাম শাওন। আমার খুব পরিচিত। বাড়ি কিশোরগঞ্জ । সে নিজেকে দাবি করে কিশোরীগঞ্জ এর পাবলিক বইলা। আলটাইম এক সাথে পিনিক করি। খুব মজার মানুষ। ওই দিন ভাই এর লগে দেখা। সে আমারে বল্ল তোমার মোবাইলটা একটো দাও। কল দিব।
আমি বললামঃ আপনারটা কই?
সে আমারে বল্লঃ মোবাইল বিক্রি কইরা পিনিক করছি।
আমি তো হা...।
কি বলে এই সব, শেষ পর্যন্ত মোবাইল বিক্রি কইরা পিনিক করল।
আমি বললামঃ ক্যান ভাই টাকা ছিল না?
ওই আমারে কইলঃ আররে বেটা কাল আমারে রামপুরা থাইকা সিন্তাইকারি ধরসিল।
আমারে কইল যা আছে সব দ্যা।
আমি কইলাম মোবাইল আছে।
ওরা আমার কাছ থেকে মোবাইল নিল। আর কইল পিছনে না তাকাইয়া সুজা হাইটা যাইতে।
আমি কইলাম তোরা তো এই মোবাইলডা বিক্রি কইরা পিনিক ই করবি। তো আমারে ও লইয়া যা।
আমি ও তগর লগে পিনিক করমু।
Related Posts Plugin for WordPress, Blogger...