Wednesday, July 6, 2011

হটাৎ এক বছর পর সানজিনার সাথে দেখা !!!!

গতকাল ইউনিভার্সিটি থেকে আসার পথে সন্ধ্যায় বেইলি রোড এর বেইলিস্টার মার্কেট এর নিচে সানজিনা কে দেখলাম।
দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। দের বছর হল সে আমাকে ছেড়ে চলে গেছে। তার সাথে তার বান্ধবি ও দুই জন ছেলে ছিল। তাকে আমি দেখলাম প্রায় এক বসর পর। কথা হয় নি। সুধু দূর থেকে এক নজর দেখলাম। সে ও আমাকে দেখেছে, কিন্ত না দেখার ভাণ করল। ভালবাসার মর্ম সে বুঝে না। আর কখনও বুজবেও না। তার কাছ থেকে ভালবাসা চেয়ে সুধু ভাল বাঁশ ই পেলাম।
যাই হোক সব ই কপাল। কপালের লিখা আটকায় কে?
দুপুর বেলা যখন তার দুই বান্ধবিকে আমার ইউনিভার্সিটির সামনে দেখলাম, তখনই বুজলাম আজ কপালে দুর্গতি আছে। ঠিক তাই হল। সন্ধ্যায় বেইলিস্টার মার্কেট এর নিচে সানজিনা কে দেখলাম। আর মন টা গেল খারাপ হয়ে।
আমি এত চাই তাকে ভুলে যেতে না দেখতে, কিন্ত পারি না। কেন যে সে সামনে এসে পড়ল।
আর আমাকে ৭ই দিনের জন্য পিছিয়ে দিল।
বিধাতার কাছে আমার একটাই পার্থনা... যেন আমি তাকে ভুলে যেতে পারি। তার মত মেয়েছেলের আমার কোন দরকার নাই।
যে আমাকে চায় না, আমি তাকে চাইতে যাব কেন।
আজ থেকে আমি তাকে চিনি না। আর কোন দিন চিনতে চেষ্টা ও করব না।
আমিন। বিধাতা আমার সহায় হোন।

1 comment:

sam said...

স্পেলিং চেক -
সুধু
বুজবেও
৭ই দিনের

Related Posts Plugin for WordPress, Blogger...